জামিল আহমদ 09 April, 2023 02:48 PM
জেনে রাখা ভালো-
আজ ১৭ রমযান, ঐতিহাসিক বদর দিবস।
করবো-
আমানতের হেফাজত
ছাড়বো-
মাদক দ্রব্য প্রস্তুত ও প্রচারে অংশ গ্রহণ করা
মাসআলা-
যদি রোজাদারের গোসলের সময় অথবা বৃষ্টিতে ভেজার সময় কানের মধ্যে অনিচ্ছায় পানি চলে যায়, তাহলে সর্বসম্মতিক্রমে রোজা নষ্ট হবে না। ফাতহুল কাদির : ২/৩৪৭
ভুল ধারণা-
ভুল করে খেয়ে ফেললে রোজা ভেঙে যায়, এটাও ভুল ধারণা। ভুলে কোনো কিছু খেয়ে ফেললেও রোজার ক্ষতি হবে না।
আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১৭তম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)
সুসংবাদ-
‘রমযান মাস এলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করে দেওয়া হয়।’ (বুখারি ১৮৯৯)
উপকারিতা-
আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাপনার মধ্যে শ্বেত রক্তকনিকা অন্তর্ভুক্ত এবং রোযা রাখার মাধ্যমে নতুন শ্বেত রক্তকনিকার উৎপত্তির মাধ্যমে আরো বেশি কার্যকরী হয় এবং স্বাস্থ্য সম্মত ও বলিষ্ঠ রোগ প্রতিরোধ ব্যবস্থাপনা নিশ্চিত করে।
ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।